ফুলের ভালবাসা
- আল মুত্তাকী ৩০-০৪-২০২৪

একটি ফুল; একটি করুণ কাহিনী যার জীবন প্রণালীতে।
কত অত্যাচার, ঝড়-ঝঞ্ঝা সয়ে অবিরাম
টিকে থাকে প্রকৃতির সাথে করে সংগ্রাম
অবশেষে নিরবে নিজেকে বিলিয়ে দেয় পরের হিতে।

ফুলের সৌন্দর্যের জন্য নয়, কর্মের জন্য ভালবাসি।
সে যে নিঃস্বার্থ তার সৌন্দর্য বিলায়
করে মনোরঞ্জন; আহা কী সুখে তায়!
তাইতো জগতের সকল ফুলকে ধন্যবাদ রাশি রাশি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।